মর্গের শীতলতা ছুঁয়ে যবে
গনগনে পুড়ে হবো ছাই একবুক ভালোবাসা,
সেদিন দিগবিদিক জ্ঞানশূন্য,
রাগে ক্ষোভে অভিমানে
অস্ফুটে কেঁদে কেঁদে বলে যাবো.....
"শুধু ভালোবাসা চেয়ে ফিরে গেল
অবুজ আরো একবার।"
তৃণাগ্রে পুঞ্জীভূত স্বচ্ছ সে ভালোবাসা
ঝরে যাবো যবে বিন্দু বিন্দু অকালে,
জলচর ভালোবাসা উত্খাত হবো যবে
কঠিন সে দোলাচলে কালের স্রোতে,
পদ্মপত্রে একাগ্র ভালোবাসা যবে
অভিমানে চলে যাবো নগ্নপদে,
বেআবরু শরীর,
সে দিন হয়তো ভাতে ফ্যানে ছড়াছড়ি,
তোর উদবৃত্ত প্রেম!
অস্ফূটে সেদিন বলে যাবো অভিমানে
"শুধু ভালোবাসা চেয়ে ফিরে গেল
সদ্য কাঁচা আরো একবার।
গনগনে পুড়ে হবো ছাই একবুক ভালোবাসা,
সেদিন দিগবিদিক জ্ঞানশূন্য,
রাগে ক্ষোভে অভিমানে
অস্ফুটে কেঁদে কেঁদে বলে যাবো.....
"শুধু ভালোবাসা চেয়ে ফিরে গেল
অবুজ আরো একবার।"
তৃণাগ্রে পুঞ্জীভূত স্বচ্ছ সে ভালোবাসা
ঝরে যাবো যবে বিন্দু বিন্দু অকালে,
জলচর ভালোবাসা উত্খাত হবো যবে
কঠিন সে দোলাচলে কালের স্রোতে,
পদ্মপত্রে একাগ্র ভালোবাসা যবে
অভিমানে চলে যাবো নগ্নপদে,
বেআবরু শরীর,
সে দিন হয়তো ভাতে ফ্যানে ছড়াছড়ি,
তোর উদবৃত্ত প্রেম!
অস্ফূটে সেদিন বলে যাবো অভিমানে
"শুধু ভালোবাসা চেয়ে ফিরে গেল
সদ্য কাঁচা আরো একবার।
[Younis you]
No comments:
Post a Comment