পৃথিবীকে ভালোবেসে চাঁদ
আসে কাছে
আমায় ভালোবেসে তুমি কেন
আসো না,
রাতকে ভালোবেসে জোসনা ছড়ায়
আলো তোমার আলোয় আমায় কেন
আলোকিত কর না ?
ভ্রমর আসবে বলে গন্ধ বিলায় ফুল
আমার সুবাস কি তুমি পাও না ?
পূর্ণ হবে বলে নদী মেলে মোহনায়
তবে কেন আমি পাই না তোমায় ?
এত করে ডাকি তবু কেন এমন
লুকোচুরি খেলা বোঝে না তো মন,
পেতে চায় তোমায় করে শুধূ আপন
যায় না কি ভাঙ্গা ছলনার বাঁধন
কবে হবে সেই কাক্ষিত মিলন ?
আসে কাছে
আমায় ভালোবেসে তুমি কেন
আসো না,
রাতকে ভালোবেসে জোসনা ছড়ায়
আলো তোমার আলোয় আমায় কেন
আলোকিত কর না ?
ভ্রমর আসবে বলে গন্ধ বিলায় ফুল
আমার সুবাস কি তুমি পাও না ?
পূর্ণ হবে বলে নদী মেলে মোহনায়
তবে কেন আমি পাই না তোমায় ?
এত করে ডাকি তবু কেন এমন
লুকোচুরি খেলা বোঝে না তো মন,
পেতে চায় তোমায় করে শুধূ আপন
যায় না কি ভাঙ্গা ছলনার বাঁধন
কবে হবে সেই কাক্ষিত মিলন ?
[[Younis you]]
No comments:
Post a Comment