Thursday, 4 July 2013

আমি তোমার ভেজা চোখে দেখতে চাই


আমি তোমার ভেজা চোখে দেখতে চাই
ভালবাসা হারানোর অসমক্ষ ভয়।
আরো বেশি ভালবাসা পেতে,
আরো বেশি কাদাতে পারি তোমাকে-
তোমার কান্না আমাকে নিশ্চয়তা দেয়,
তোমার অনুদ্ধত চাহুনি আমার অহং বিস্তৃত করে।

হয়তো মানসিক এই নিষ্ঠুর খেলা
তোমাকে আমার আরো কাছে নিয়ে আসে।
কেদে কেদে অভিমানে- যে তুমি
আমাকে ভালবাসতে থাকো,
কোন এক নিস্প্রভ অবসরে সেই তুমিই চুপিচুপি হাসো।
নিঃসঙ্গতার আবরণে, নিগূঢ় কষ্ট আলিঙ্গনে।
আর আমি ভালবাসার পাহাড় গড়তে থাকি
আত্নাহুতির অভিযোজনে।


[[Younis you]]

No comments:

Post a Comment