Thursday, 4 July 2013

ভালবাসা হচ্ছে একটি ছোট নৌকা


ভালবাসা হচ্ছে একটি ছোট নৌকার মত।যার মাঝি হচ্ছেন আপনি আর বৈঠা হচ্ছে আপনার ভালবাসার মানুষটি। যখন বৈঠা থাকে তখন সকল ঝড় সামলে নৌকা এগিয়ে যেতে থাকে। আর যখন বৈঠা থাকে না তখন শান্ত আবহাওয়াতেও নৌকাটি নদীতে ঘুরতে থাকে উদ্দেশ্যহীন ভাবে নিয়ন্ত্রণহীন ভাবে।



[ Younis you ]

No comments:

Post a Comment