চলে যেতে যেতে
থমকে যাবার কথা ছিলোনা।
তবু থমকাতে হলো,
দমকা হাওয়ার মত আবেগ উড়ে যায়-
কখনো থামে, কখনো ভাবে
কখনো ভাবে, কখনো থামেনা
কোন কিছুই আর নিয়মের ভিতর নয়।
চার বেহারার পালকিতে চড়ে যেদিন চলে যাব
সেদিন বুঝবে-
তোমাদের কতটা আপন ছিলেম অথবা কতটা পর।
দূর থেকে তাকিয়ে থাকা ছাড়া আর
কিছুই থাকবেনা করবার
যদিও বা তোমরা চাও।
কুলের বধুদের কলস ভরে জল নেবার শব্দ পাবো,
শুধু শুনবেনা তোমরা আমার আর্তনাদ।
থমকে যাবার কথা ছিলোনা।
তবু থমকাতে হলো,
দমকা হাওয়ার মত আবেগ উড়ে যায়-
কখনো থামে, কখনো ভাবে
কখনো ভাবে, কখনো থামেনা
কোন কিছুই আর নিয়মের ভিতর নয়।
চার বেহারার পালকিতে চড়ে যেদিন চলে যাব
সেদিন বুঝবে-
তোমাদের কতটা আপন ছিলেম অথবা কতটা পর।
দূর থেকে তাকিয়ে থাকা ছাড়া আর
কিছুই থাকবেনা করবার
যদিও বা তোমরা চাও।
কুলের বধুদের কলস ভরে জল নেবার শব্দ পাবো,
শুধু শুনবেনা তোমরা আমার আর্তনাদ।
\Younis you /
No comments:
Post a Comment