Friday, 5 July 2013

আমি মন্ময় হয়ে যাই,


আমি মন্ময় হয়ে যাই,
তোমার চোখেতে আজো আমি সেই প্রনয় দেখতে পাই।
আমি মন্ময় হয়ে যাই,
তোমার চোখেতে আজো আমি সেই প্রনয় দেখতে পাই।
চোখের পাতা ভারি হয়ে আসে তবু ঘুম আসেনা,
জানিনা কদিন হয়ে গেলো এই ঠোঁট হাসে না। 


__Younis you__

No comments:

Post a Comment