Friday, 5 July 2013

বন্ধু এবং বৃষ্টিস্নান


"বন্ধু এবং বৃষ্টিস্নান"

তুমি কি আমার বন্ধু হবে?
হাঁটব দুজন মেঘলা দিনে।
তুমি কি আমায় পাশে নেবে?
হেমন্তের এই বৃষ্টিস্নানে।

তুমি কি আমার বন্ধু হবে?
পাশে তোমায় পাব খুঁজে,
তুমি কি আমার পাশে রবে?
দেখব তোমায় দুচোখ বুজে?

তুমি কি আমায় বন্ধু ভেবে-
বাড়িয়ে দেবে তোমার হাত?
তুমি কি আমার সঙ্গী হবে?
গল্প শোনাব সারা রাত।

তুমি কি আমার সাথে যাবে?
হাঁটব দুজন পাশাপাশি।
তুমি কি আমায় সাহস দেবে?
তোমায় একটু ভালবাসি?

হলেনা তুমি বন্ধু আমার,
করলে অভিমান,
তোমায় নিয়ে হলনা আমার,
অধরা বৃষ্টিস্নান।

[[Younis you]]

No comments:

Post a Comment