ভেবে ছিলাম আমার হাতে হাত
রেখে চলবে
তোমার হাত ধরে আমি চলব
আমি অনেকটা পথ চলেছি,
বলেছিলাম তোমায়
বহু দূর যেতে!
এখন অনেকটা পথ বাকি রয়েছে
মনে ভালবাসার বিশ্বাস রেখ,
হয়ত কোন এক সময়
আমাকে অচেনা মনে হতে পারে
তবুও তুমি ভয় পেওনা,
তবুও থেমে যেওনা পথ চলতে
তুমি ঠিকই পথ চলেছ
ছেড়ে দিয়েছ আমার হাত
নতুন করে পথ চলতে শিখেছ
নিজের মত করে অন্যের হাত ধরতে
তাই আজ বাস্তব আর
কল্পনা দুটাকেই মিথ্যা মনে হয়
ভয় লাগছে নতুন করে কিছু পেতে
নতুন করে কাওকে ভালবাসতে
কারন আমি যে নতুন করে আর কিছুই
হারাতে চাইনা!
রেখে চলবে
তোমার হাত ধরে আমি চলব
আমি অনেকটা পথ চলেছি,
বলেছিলাম তোমায়
বহু দূর যেতে!
এখন অনেকটা পথ বাকি রয়েছে
মনে ভালবাসার বিশ্বাস রেখ,
হয়ত কোন এক সময়
আমাকে অচেনা মনে হতে পারে
তবুও তুমি ভয় পেওনা,
তবুও থেমে যেওনা পথ চলতে
তুমি ঠিকই পথ চলেছ
ছেড়ে দিয়েছ আমার হাত
নতুন করে পথ চলতে শিখেছ
নিজের মত করে অন্যের হাত ধরতে
তাই আজ বাস্তব আর
কল্পনা দুটাকেই মিথ্যা মনে হয়
ভয় লাগছে নতুন করে কিছু পেতে
নতুন করে কাওকে ভালবাসতে
কারন আমি যে নতুন করে আর কিছুই
হারাতে চাইনা!
Younis you
No comments:
Post a Comment