Friday, 5 July 2013

সুন্দর একটি জীবন ছিলো


সুন্দর একটি জীবন ছিলো
ঘর ভরা সুখ ছিলো
ঘরের সব মানুষ প্রিয় ছিলো
আজ আমার সব গেলো
একটি মাত্র ভুল ছিলো
ভালোবাসা ছিলো
ভালোবাসার মানুষ ছিলো
প্রজাপতির পাখায় রঙ ছিলো
আকাশ ভরা তাঁরা ছিলো
এখন আমার কিছু নাই
একটি মাত্র ভুল ছাড়া ।
 


____Younis you____

No comments:

Post a Comment