সুখ নামের ছোট্র নৌকায় আমি দুঃখের মাঝি,
আমার কষ্ট ভাগ করতে কেউ হয়নি রাজী। এই
জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা, শান্ত
নদীর মাঝে আমি তাই চলছি একা। দুঃখ
আছে মনে মনে,
কইবো আমি কার সনে?
শোনার মতো মানুষ নাই,
নিজের কষ্ট নিজেই পাই,
যখন পাবো তার দেখা,
বলবো আমার সব কথা।
দুঃখ নামের স্টেশনে থামলো জীবন গাড়ী,
আজো খুজে পেলামনা কোথায় সুখের বাড়ি।
বিধাতার কলমে বুঝি ছিলোনা কালি, সুখ
নামেরি জায়গাটা পড়ে আছে আজো খালি।
আমার কষ্ট ভাগ করতে কেউ হয়নি রাজী। এই
জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা, শান্ত
নদীর মাঝে আমি তাই চলছি একা। দুঃখ
আছে মনে মনে,
কইবো আমি কার সনে?
শোনার মতো মানুষ নাই,
নিজের কষ্ট নিজেই পাই,
যখন পাবো তার দেখা,
বলবো আমার সব কথা।
দুঃখ নামের স্টেশনে থামলো জীবন গাড়ী,
আজো খুজে পেলামনা কোথায় সুখের বাড়ি।
বিধাতার কলমে বুঝি ছিলোনা কালি, সুখ
নামেরি জায়গাটা পড়ে আছে আজো খালি।
[[Younis you]]
No comments:
Post a Comment