কষ্টগুলোকে আজ ছুটি দিলাম
ভাসিয়ে দিলাম কান্নার লোনা জলে
মুক্তি দিলাম তোমাকেও
আর আসব না জ্বালাতে।
কাঁদাবো না আর
তোমার নয়ন দুটিকে
হাসাবো না ওই ঠোঁট দুটিকে
ভাঙ্গব না আর ঘুম তোমার
বলব না আর নির্ঘুম রাত কাটাতে।
সত্যিই আজ মুক্ত তুমি
যে বাম পাঁজরে রাখার জন্য তোমায়
এতো ঝগড়া,এতো বোঝাপড়া
আর নেই তুমি সেখানটাতে
যেতে পারো তুমি অন্য কোথাও
যদি অন্য কাউকে ভালো লাগে
দাঁড়াবো না কখনো সামনে তোমার
ভালোবাসার দাবি নিয়ে।
সত্যিই আর নেই তুমি আমার
কিন্তু আমার ভালোবাসাটুকু রবে
শুধুই তোমার।
ভাসিয়ে দিলাম কান্নার লোনা জলে
মুক্তি দিলাম তোমাকেও
আর আসব না জ্বালাতে।
কাঁদাবো না আর
তোমার নয়ন দুটিকে
হাসাবো না ওই ঠোঁট দুটিকে
ভাঙ্গব না আর ঘুম তোমার
বলব না আর নির্ঘুম রাত কাটাতে।
সত্যিই আজ মুক্ত তুমি
যে বাম পাঁজরে রাখার জন্য তোমায়
এতো ঝগড়া,এতো বোঝাপড়া
আর নেই তুমি সেখানটাতে
যেতে পারো তুমি অন্য কোথাও
যদি অন্য কাউকে ভালো লাগে
দাঁড়াবো না কখনো সামনে তোমার
ভালোবাসার দাবি নিয়ে।
সত্যিই আর নেই তুমি আমার
কিন্তু আমার ভালোবাসাটুকু রবে
শুধুই তোমার।
[[ Younis you ]]
No comments:
Post a Comment