তুমি আসবে বলে আমি কতদিন চৈত্রের কাঠফাটা রৌদ্রে সেই নির্জন পিচঢালা রাস্তার মোড়ে একাকী দাড়িয়ে ছিলাম দুপুর থেকে বিকাল অবধি। সময় আস্তে আস্তে গড়িয়ে যাচ্ছিল আর সন্ধার কালো ছায়া নামতে শুরু করেছিল। নিসঙ্গতার ভয়ঙ্কর অনুভূতি আর অপেক্ষার ক্লান্তি আমার শ্বাসরোধ করে দিচ্ছিল বারবার। তবুও আমি দাড়িয়েছিলাম একরাশ আশা নিয়ে, তুমি আসবে। কিন্তু না তুমি আর এলেই না। তুমি যে আসার কথাটা মাথায়-ই রাখোনি কোনদিন। আশাটাকে হতাশার জলে চুবিয়েই ফিরতে হয়েছে আমায় কতদিন! —
---[Younis you]---
No comments:
Post a Comment