আজ এমন লাগছে কেন?
মন চাচ্ছে তোমার হাত ধরে সমুদ্র
পাড়ে ভেজা বালু তে হেঁটে বেড়াই ,
মন চাচ্ছে অনন্তকাল ধরে তোমার
বুকে মাথা রেখে তোমার
হৃদয়ের স্পন্ধন অনুভব করি,
মন চাচ্ছে পলকহীন
ভাবে তোমার দিকে চেয়ে থাকি,
মন চাচ্ছে আশে পাশে সব কিছু ভুলে
আজ তোমার ভেতর ডুবে থাকি,
মন চাচ্ছে আজ তোমায় নিয়ে
রূপ কথার গল্পে হারিয়ে যাই,
যেখানে তুমি থাকবে রাণী
আর আমি রাজা ,
মন চাচ্ছে আপন করে নেই
তোমাকে সারা জীবনের মত,
আর কারো ভালবাসার অধিকার
থাকবেনা তোমাকে।
মন চাচ্ছে তোমার হাত ধরে সমুদ্র
পাড়ে ভেজা বালু তে হেঁটে বেড়াই ,
মন চাচ্ছে অনন্তকাল ধরে তোমার
বুকে মাথা রেখে তোমার
হৃদয়ের স্পন্ধন অনুভব করি,
মন চাচ্ছে পলকহীন
ভাবে তোমার দিকে চেয়ে থাকি,
মন চাচ্ছে আশে পাশে সব কিছু ভুলে
আজ তোমার ভেতর ডুবে থাকি,
মন চাচ্ছে আজ তোমায় নিয়ে
রূপ কথার গল্পে হারিয়ে যাই,
যেখানে তুমি থাকবে রাণী
আর আমি রাজা ,
মন চাচ্ছে আপন করে নেই
তোমাকে সারা জীবনের মত,
আর কারো ভালবাসার অধিকার
থাকবেনা তোমাকে।
[[Younis You]]
No comments:
Post a Comment