Friday, 5 July 2013

তুমি কষ্ট দিবে বলেই


তুমি কষ্ট দিবে বলেই
হয়তো তোমাকে ভালবেসেছি, 
তুমি অনেক দুরে যাবে বলেই 
হয়তো তোমার এতো কাছে এসেছি, 
তুমি হারিয়ে যাবে বলেই
হয়তো তোমাকেই বার বার খুজি,
তুমি কাঁদাবে বলেই হয়তো চোখের
কোণে এতো জল পুষে রাখি।

[[Younis you]]

No comments:

Post a Comment