Friday, 2 August 2013

তুই খুঁজবি তারে পাগল হয়ে


[[তুই খুঁজবি তারে পাগল হয়ে]]

যার লাগি তুই হন্য হয়ে ঘুরিস সারা বেলা ,
সে না দেখিতে চায় তোরে , না দিতে চায় ধরা ।
ব্যাকুল হৃদে তুই ডাকিস যারে সে শুনেও শোনেনা তোরে ।

পাশ ফিরে চেয়ে দেখ তুই ,
নিজেরে আড়ালে রেখে সে বসে অদূরেই ।
সে কিছু চায় না তোর কাছে কেবলি থাক তুই তার আশপাশে ।

তুই বলবি একি খেয়ালিপনা ,
তারে দিবি যাতনা করবি রে অবহেলা ।

যেদিন অনুভব করবি তার লাগি তোর হিয়ার মাঝে টান ।
তুই খুঁজবি তারে পাগল হয়ে ,
দেখবি চারপাশে তোর বহু মানুষ, কেবল মুখখানি তার ম্লান ।


[[Younis you]]

No comments:

Post a Comment