[[ একটি ছোট ভালোবাসার ]]
একটি ছোট ভালোবাসার গল্প, কিন্তু খুব
মিষ্টি ।
ছেলে তার ভালোবাসার মানুষটির
সাথে কথা বলছে ।
ছেলেঃ এই দেখো আমি নতুন একটি ফোন
কিনেছি ।
মেয়েঃ তাই ? তাহলে আজ ভালো কিছু
খাওয়াতে হবে ।
সন্ধ্যায়ে তারা একটি ভালো রেস্তোরেন্ট এ
গেলো ।
খাবার পর মেয়ে জিজ্ঞেস করলো,
মেয়েঃ এই ভালো রেস্তোরায় খাবার
জন্য তুমি টাকা কিভাবে সংগ্রহ
করলে ?
ছেলেঃ আমি ফোনটা বিক্রি করে দিয়েছি ।♥
[[ Younis you ]]
No comments:
Post a Comment