Friday, 2 August 2013

যদি তুমি কাউকে


যদি তুমি কাউকে পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করে না পাও !! 
তবে মনে করবে অন্য কেউ তোমাকে পাওয়ার জন্য দোয়া করছে ...
 যার দোয়া তোমার চেয়েও সত্যি ..... 

একটি ছোট ভালোবাসার



[[ একটি ছোট ভালোবাসার ]]


একটি ছোট ভালোবাসার গল্প, কিন্তু খুব
মিষ্টি ।
ছেলে তার ভালোবাসার মানুষটির
সাথে কথা বলছে ।
ছেলেঃ এই দেখো আমি নতুন একটি ফোন
কিনেছি ।
মেয়েঃ তাই ? তাহলে আজ ভালো কিছু
খাওয়াতে হবে ।
সন্ধ্যায়ে তারা একটি ভালো রেস্তোরেন্ট এ
গেলো ।
খাবার পর মেয়ে জিজ্ঞেস করলো,
মেয়েঃ এই ভালো রেস্তোরায় খাবার
জন্য তুমি টাকা কিভাবে সংগ্রহ
করলে ?
ছেলেঃ আমি ফোনটা বিক্রি করে দিয়েছি ।♥


[[ Younis you ]]

হারিয়ে গিয়েছি


[[ হারিয়ে গিয়েছি ]]

হারিয়ে গিয়েছি, এইতো জরুরি খবর
অবাক দুই চোখে, ছায়া কাঁপে ভয় অভিমানে
হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে
হারাবো বলে, পা টিপে এগুতে গেলে
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খুজে মরি
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খুজে মরি


[[ Younis you ]]

আমার মনের ইছে গুলো


[[ আমার মনের ইছে গুলো ]]

আমার মনের ইছে গুলো
প্রজাপতির রঙ্গিন পাখায়
ভর করে,
ফুলে ফুলে
পাতায় পাতায়
রঙ ছড়িয়ে হালকা হাওয়ায়
যায় উড়ে।

[[ Younis you ]]

আমায় কি বাঁধবে তুমি



আমায় কি বাঁধবে তুমি
তোমার আঁচলে?
নাকি আবার বিদায় দেবে
দুখ লুকিয়ে আঁখিজলে?

[[Younis you ]]

তুমি আমার ভালোবাসা


[[ তুমি আমার ভালোবাসা ]]

তুমি আমার ভালোবাসা
কচু পাতার জল
চোখের কোণে লুকিয়ে থাকা
অশ্রু ছলছল।
তুমি আমার বিশাল আকাশ
হাজার তারার মেলা,
তুমি আমার স্বপ্নদেখা
ভালোবাসার ভেলা


[[ Younis you ]]

তুই খুঁজবি তারে পাগল হয়ে


[[তুই খুঁজবি তারে পাগল হয়ে]]

যার লাগি তুই হন্য হয়ে ঘুরিস সারা বেলা ,
সে না দেখিতে চায় তোরে , না দিতে চায় ধরা ।
ব্যাকুল হৃদে তুই ডাকিস যারে সে শুনেও শোনেনা তোরে ।

পাশ ফিরে চেয়ে দেখ তুই ,
নিজেরে আড়ালে রেখে সে বসে অদূরেই ।
সে কিছু চায় না তোর কাছে কেবলি থাক তুই তার আশপাশে ।

তুই বলবি একি খেয়ালিপনা ,
তারে দিবি যাতনা করবি রে অবহেলা ।

যেদিন অনুভব করবি তার লাগি তোর হিয়ার মাঝে টান ।
তুই খুঁজবি তারে পাগল হয়ে ,
দেখবি চারপাশে তোর বহু মানুষ, কেবল মুখখানি তার ম্লান ।


[[Younis you]]