Ami Nirbak
Friday, 2 August 2013
একটি ছোট ভালোবাসার
[[ একটি ছোট ভালোবাসার ]]
একটি ছোট ভালোবাসার গল্প, কিন্তু খুব
মিষ্টি ।
ছেলে তার ভালোবাসার মানুষটির
সাথে কথা বলছে ।
ছেলেঃ এই দেখো আমি নতুন একটি ফোন
কিনেছি ।
মেয়েঃ তাই ? তাহলে আজ ভালো কিছু
খাওয়াতে হবে ।
সন্ধ্যায়ে তারা একটি ভালো রেস্তোরেন্ট এ
গেলো ।
খাবার পর মেয়ে জিজ্ঞেস করলো,
মেয়েঃ এই ভালো রেস্তোরায় খাবার
জন্য তুমি টাকা কিভাবে সংগ্রহ
করলে ?
ছেলেঃ আমি ফোনটা বিক্রি করে দিয়েছি ।♥
[[ Younis you ]]
তুই খুঁজবি তারে পাগল হয়ে
[[তুই খুঁজবি তারে পাগল হয়ে]]
যার লাগি তুই হন্য হয়ে ঘুরিস সারা বেলা ,
সে না দেখিতে চায় তোরে , না দিতে চায় ধরা ।
ব্যাকুল হৃদে তুই ডাকিস যারে সে শুনেও শোনেনা তোরে ।
পাশ ফিরে চেয়ে দেখ তুই ,
নিজেরে আড়ালে রেখে সে বসে অদূরেই ।
সে কিছু চায় না তোর কাছে কেবলি থাক তুই তার আশপাশে ।
তুই বলবি একি খেয়ালিপনা ,
তারে দিবি যাতনা করবি রে অবহেলা ।
যেদিন অনুভব করবি তার লাগি তোর হিয়ার মাঝে টান ।
তুই খুঁজবি তারে পাগল হয়ে ,
দেখবি চারপাশে তোর বহু মানুষ, কেবল মুখখানি তার ম্লান ।
সে না দেখিতে চায় তোরে , না দিতে চায় ধরা ।
ব্যাকুল হৃদে তুই ডাকিস যারে সে শুনেও শোনেনা তোরে ।
পাশ ফিরে চেয়ে দেখ তুই ,
নিজেরে আড়ালে রেখে সে বসে অদূরেই ।
সে কিছু চায় না তোর কাছে কেবলি থাক তুই তার আশপাশে ।
তুই বলবি একি খেয়ালিপনা ,
তারে দিবি যাতনা করবি রে অবহেলা ।
যেদিন অনুভব করবি তার লাগি তোর হিয়ার মাঝে টান ।
তুই খুঁজবি তারে পাগল হয়ে ,
দেখবি চারপাশে তোর বহু মানুষ, কেবল মুখখানি তার ম্লান ।
[[Younis you]]
Subscribe to:
Posts (Atom)